ফটোশপ এর A-Y নতুনদের জন্য। অ্যাডবি পার্ট (৪)

আসসালামু আলাইকুম ॥
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি তেমন একটা ভাল নাই। তবুও আল্লাহর নামে শুকুর আদায় করছি।
আমি অত্যান্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমি একটু শারিরীকভাবে ও মানসিক ভাবে অসুস্থ্যতায় ভুগছিলাম। তাই আমি আপনাদের নতুন টিউন করতে পারি নাই।
কথা না বাড়িয়ে আমরা আজ আবার কিছু কিছু টুলস্ এর সম্পর্কে ধারণা নিয়ে নেই।

লাচ্ছো টুলস্ ঃ

এটি এমন একটি টুলস্ যে টুলস্ দ্বারা মাউসের লেফট্ বাটন ড্রাগ করে ধরে মাউসের সাহায্যে একটি ছবি ইচ্ছে সিলেক্ট করা যায়। মাউসের লেফট বাটন ড্রাগ করে ধরে প্রয়োজন মত ছবির মধ্যে প্রয়োজনীয় জায়গা গুলো সিলেক্ট পূর্বক কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে ঐ সিলেক্ট করা জায়গাগুলো সিলেক্ট করা কালার এ পরিবর্তিত হবে।
যেমন : দেখুন নিচের ছবির মতন :

অ্যাডবি ফটোশপ

 

Screenshot_1

Screenshot_2

 

পলিগনাল লাচ্ছো টুলস্ ঃ

এটি এমন একটি টুলস্ যে টুলস্ দ্বারা মাউসের লেফট্ বাটন ক্লিক করে মাউসের সাহায্যে বার বার লেফ্ট বাটন ক্লিকের মাধ্যমে একটি ছবি ইচ্ছে সিলেক্ট করা যায়। এই টুলস্ টিতে ডি-সিলেক্ট করা যায়। আপনি অপ্রয়োজনীয় জায়গায় সিলেক্ট করে ফেললে কি-বোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলে লাইনটি ডি- সিলেক্ট করা যাবে। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে প্রয়োজন মত ছবির মধ্যে প্রয়োজনীয় জায়গা গুলো সিলেক্ট পূর্বক কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে ঐ সিলেক্ট করা জায়গাগুলো সিলেক্ট করা কালার এ পরিবর্তিত হবে।
যেমন : দেখুন নিচের ছবির মতন :

 

Screenshot_3 Screenshot_4

 

ম্যাগনেটিক লাচ্ছো টুলস্ ঃ

ফটোশপ এর এই টুলস্ টি দ্বারা মাউসের লেফ্ট বাটন একবার ক্লিক করে একটি ছবের সেপ অনুযায়ী মাউসটি চারপাশ থেকে আস্তে আস্তে (প্রয়োজন মত) ঘুরালে ঐ ছবিটি সিলেক্ট হবে এবং প্রয়োজনীয় জায়গা গুলো সিলেক্ট পূর্বক কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে ঐ সিলেক্ট করা জায়গাগুলো সিলেক্ট করা কালার এ পরিবর্তিত হবে।
যেমন : দেখুন নিচের ছবির মতন :

Screenshot_5

 

Screenshot_6

আমি সত্যিই খুব অসুবিধার মধ্যে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে থাকার জন্য এবং আমার টিউনগুলো মন দিয়ে পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি কিছু অসুবিধার কারণে ফেইসবুক এ সবাইকে অ্যাক্সেপ্ট করতে পারি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আশাবাদী যে, আপনারা অসুবিধায় পড়লে আমাকে ফেইসবুক এ ম্যাসেজ এর মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের ম্যাসেজ এর উত্তর দিব। এবং আপনারা কে কোন লিংক থেকে আমাকে পেয়েছেন সেটা ম্যাসেজ এর প্রথমে লিখে পাঠালে আমি বুঝতে পারব। হয়তো রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করতে ও পারি।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য। আমার এই টিউনটি পড়ে ভালো লাগলে সবাইকে টিউমেন্ট এবং শেয়ার করা জন্য অনুরোধ করা হইলো। কারণ আপনার লাইক, টিউমেন্ট ও শেয়ার পারে অন্য একজনকে ফটোশপ এর কাজ শিখতে আগ্রহী করতে।

ফটোশপ

zugtech থেকে সংগ্রহীত

আমি ফেইসবুকে

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস