ফটোশপ এর A-Y নতুনদের জন্য। অ্যাডবি পার্ট (৩)

আস্সালামু আলাইকুম ওয়া রহ্মাতুল্লাহ্ !!!
সবাই কেমন আছেন ?
প্রথমেই মা চেয়ে নিচ্ছি গত ২ দিন এর মধ্যে কোন টিউন না করার জন্য। আমি একটু শারিরীক ও মানসিক ভাবে অসুস্থ্য ছিলাম। এখনও শরীর খারাপ। আমার জন্য সবাই দুয়া করবেন। আপনারা আমার টিউনটি প্রত্যেহ পড়লে আশা করি আপনাদের আর ৫/১০ হাজার টাকা দিয়া কোর্স করে অ্যাডোব ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইন শেখা প্রয়োজন হবে না। অনুগ্রহ করে সবাই আমার টিউনটি অত্যান্ত মনযোগ দিয়া পড়লে সবাই শিখতে পারবেন। আর যদি আমার টিউনটি বুঝতে কোথাও কষ্ট হয় আমার ই-মেইল অথবা ফেইসবুক এ যোগাযোগ করার জন্য একান্ত অনুরোধ করা যাচ্ছে।

আজকে কি নিয়ে আলোচনা করা যায় ?
আজ আমরা ফটোশপ এর টুলস্ গুলা নিয়ে আলোচনা করলে কেমন হয় ?
আজ আমরা যা যা শিখবো। ফটোশপ এর কিছু টুলস্ এর নাম জানবো এবং টুলস্ গুলোর কার্য বিবরনী আজ আমরা দেখবো। 😀

চলেন তাহলে শুরু করা যাক।

প্রথমে নিচে যে ছবিটি দেখছেন এটা হলো ফটোশপ এর টুলবার। এখানে সকল টুলস্ আছে। এবং প্রত্যেকটি টুলস্ এ মাউসের রাইট বাটন কিক করলে ঐ সিলেক্টেড টুলস্টির সাব টুলস্ আসবে। প্রথমে নিচের ছবিটি দেখুন।
Screenshot_1
চিত্র ঃ ১ – ফটোশপ এর টুলবার

Screenshot_2

Screenshot_7
চিত্র ঃ ২- রিকট্যানগুলোর মারকিউই টুলস্।
Screenshot_4

Screenshot_9
চিত্র ঃ ৩- ইল্লিপটিক্যাল মারকিউই টুলস্।
Screenshot_6

Screenshot_11
চিত্র ঃ ৪- সিঙ্গেল রো মারকিউই টুলস্।
Screenshot_5

Screenshot_10
চিত্র ঃ ৫- সিঙ্গেল কলাম মারকিউই টুলস্।

উপরে যে টুলস্ গুলোর স্ক্রিনশর্ট দেওয়া আছে সে টুলস্ গুলো দিয়ে একটি ছবি সিলেক্ট, করা যায়। একটি ছবি সিলেক্ট পূর্বক ক্রপ করা যায়। নিচে সে সব স্ক্রিনশর্ট দেওয়া হলো।
Screenshot_3

Screenshot_8
চিত্র ঃ ৫- মুভ টুলস্।

উপরে যে টুলস্টির স্ক্রিনশর্ট দেওয়া আছে সে টুলস্টি দিয়ে একটি ছবি এক স্থান থেকে {সিলেক্ট করে অথবা সিলেক্ট ছাড় (ত্রে বিশেষ)} সরানো যায়।

আমার এই টিউন গুলো অনেক তাড়াতাড়ির মধ্যে লেখা হয়েছে। তাই কোন ভুল ত্র“টি গেলে আমাকে মাফ করবেন এবং আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আমার নিজস্ব কম্পিউটার না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সবাই দোয়া করবেন। যেন আপনাদের জন্য আরও ভালো কিছু দিতে পারি।

zugtech.com থেকে সংগ্রহীত

ফেসবুকে আমি 

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Continue plz …………

হুম।সুন্দর, পরবর্তী পোষ্টের অপেক্ষা করলাম।