ফটোশপ এর A-Y নতুনদের জন্য। অ্যাডবি পার্ট (১)

আস্সালামু আলাইকুম,

সবাই কমেন আছনে ? আশা করি ভালই আছনে। আমার এই অ্যাডবি টিউনটি শুধুমাত্র Beginner দের জন্য।

আমি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারবো বলে আশা রাখি। আপনারাও আমার পাশে থাকবেন এই আশায় আজকের টিউন শুরু করছি। বলে রাখিন অভিজ্ঞরা উল্টা পাল্টা টিউমেন্ট করবেন না। If you do not have encouraged some to stay away from the post. This adobe tutorial from the ABC type Y to X will be taught. So, with a little patience to stay। প্রতিদিন মিনিমাম এই টপিক্সের উপর একবার হলেও আলোচনা থাকবে। আমার কর্স কমপ্লিট হলে পরীক্ষার আয়োজন রয়েছে। অ্যাডবি ফটোসপ তাদেরই জন্য যারা এটাকে মন থেকে নিতে পারবেন। অনেক ধৈর্য সহকারে এর প্রতি সময় ব্যয় করতে হবে। মনে রাখবেন তারাহুরার কোন কাজ ১০০% হয় না। ও আরেকটা কথা অ্যাডবি ফটোশপ জগতে তারাই শাইন করে যাদের মাঝে ক্রিয়েটিভিটি আছে। সব সময় নতুন কিছু করার চিন্তা থাকতে হবে।

 

ঃ অ্যাডবি ঃ

 

আজ আমরা শিখবো কিভাবে অ্যাডবি সেটআপ করবো।

 

প্রথমে অ্যাডবি ফটোশপ ৭.০ .রার ফাইলটাকে এক্সট্রাক্ট করবো। প্রথমে ফাইলটির ওপর মাউসের রাইট বাটন কিক করব। সেখানে লেখা আছে এক্সট্রাক্ট হেয়ার, ঐখানে কিক করতে হবে মাউসের লেফট্ বাটন। তাহলে ফাইলটি আনপ্যাক হবে। নিচের ছবির মতন :

অ্যাডবি

 

এবার আমরা যা করব তা হল, এক্সট্রাক্টকৃত অ্যাডবি ফটোশপ ফোল্ডারটিতে ডাবল কিক করব। ঐখানে সেটআপ নামে একটি ফাইল আছে তাতে ডাবলকিক করতে হবে। এবং নেক্সট রেডিও বাটন এ কিক করতে হবে। নিচের ছবির মতন :অ্যাডবি 1

তার পর কিবোর্ড এর কি থেকে অল্টার + ট্যাব এ কিক করে পুনরায় ঐ আনপ্যাককৃত ফোল্ডারটিতে ফেরত যাব। সেখান থেকে সিরিয়াল.টিএক্সটি নাম এ একটি ফাইল থেকে অ্যাডবি ফটোশপ এর সিরিয়াল কি টি সিলেক্ট পূর্বক কপি করব। নিচের ছবির মতন :

অ্যাডবি 2

অ্যাডবি ৩

 

 

এখন আপনি যা করবেন। এখানে একটি বক্স আসবে। ঐখানে আপনি ওকে বাটনে কিক করুন। নিচের ছবির মতন :

 

 

 

 

 

Screenshot_5

এখন আপনি পুনরায় নেক্সট বাটনে কিক করুন। নিচের ছবির মতন :

 

 

Screenshot_6

 

 

এখন আপনি এক্সেপ্ট রেডিও বাটন এ কিক করুন এবং সব কয়টি বক্স এ কি বোর্ড থেকে স্পেস বাটন এ কিক করুন এবং সিরিয়াল কি তে মাউসের রাইট বাটন কিক করে পেষ্ট করুন এবং পুনরায় নেক্সট বাটন কিক করুন। নিচের ছবিটার মতন :

Screenshot_7

Screenshot_8

 

 

 

 

আপনি টাইপিক্যাল এ মাউসের লেফ্ট বাটন টি কিক করুন এবং পুনরায় নেক্সট বাটন এ কিক করুন। নিচের ছবির মতন :

Screenshot_9

 

 

 

এখন আপনি পুনরায় নেক্সট বাটন এ কিক করুন। নিচের ছবির মতন :

Screenshot_10

 

 

 

এখন আপনি পুনরায় নেক্সট বাটন এ কিক করুন। নিচের ছবির মতন :

Screenshot_11

 

 

 

 

সর্বশেষ ওকে বাটন এ কিক করুন। তারপর ওকে বাটন এ কিক করুন। আপনার অ্যাডবি ফটোশপ টি সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি ও ব্যবহার করতে পারবেন অ্যাডবি ফটোশপ সফট্ওয়্যারটি।

 

বিঃদ্রঃ যদি কোন সমস্যা মনে করেন, আমাকে ফেইসবুক এ মেসেজ এর মাধ্যমে জানাতে পারেন। পাঠকদের অসুবিধার সমাধানের জন্য আমি সর্বদা প্রস্তুত। আসুন আমরা সবাই মিলে কাজ করি। এতে আমরা এবং আমাদের দেশ দুটোরই উন্নতি হবেই। ইন্শাআল্লাহ্।

সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

zugtech থেকে সংগ্রহীত

আমি ফেইসবুকে

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার কাছে এই নিয়ে কোনো পিদিএফ থাকলে শেয়ার করলে খুব ভালো হয়,