ফটোশপ এর A-Y নতুনদের জন্য। অ্যাডবি পার্ট (২)

আস্সালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন। আমার এই অ্যাডবি ফটোশপ টিউটোরিয়াল শুধুমাত্র Beginner দের জন্য। আশাকরি আমার পার্ট বাই পার্ট টিউটোরিয়ালে আমি আপনাদের কিছু শেখাতে পারবো। আমার এই টিউটোরিয়ালটি অনেকটা ভিন্নধর্মী। অন্য ব্লগ টিউন হতে অনেক আলাদা। আমি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারবো বলে আশা রাখি। আপনারাও আমার পাশে থাকবেন এই আশায় আজকের টিউন শুরু করছি। বলে রাখিন অভিজ্ঞরা উল্টা পাল্টা টিউমেন্ট করবেন না। পারলে উৎসাহ দিবেন না হলে টিউন থেকে একটু দূরে থাকুন। এই টিউটোরিয়াল একেবারে এবিসি টাইপ্স থেকে এক্স ওয়াই পর্যন্ত শিখানো হবে। সো, একটু ধৈর্য ধরে সাথেই থাকুন। প্রতিদিন মিনিমাম এই টপিক্সের উপর একবার হলেও আলোচনা থাকবে। আমার কর্স কমপ্লিট হলে পরীক্ষার আয়োজন রয়েছে। অ্যাডবি ফটোসপ তাদেরই জন্য যারা এটাকে মন থেকে নিতে পারবেন। অনেক ধৈর্য সহকারে এর প্রতি সময় ব্যয় করতে হবে। মনে রাখবেন তারাহুরার কোন কাজ ১০০% হয় না। ও আরেকটা কথা অ্যাডবি ফটোশপ জগতে তারাই শাইন করে যাদের মাঝে ক্রিয়েটিভিটি আছে। সব সময় নতুন কিছু করার চিন্তা থাকতে হবে।

 

ঃ ফটোশপ ঃ

 

পরিচিতি ঃ

ফটোশপ আসলে কি ? এটি দ্বারা কি কাজ করা যায় ?

 

অ্যাডবি ফটোশপ হল এমন একটি সফট্ওয়্যার যা দ্বারা একটি ছবির Brightness & Contest পরিমাপ মতন পরিবর্তন করে ছবিটিকে করা যায় আরও উজ্জ্বল ও চাঞ্চল্যকর।

 

আমরা কিভাবে একটি ছবির কাজ করতে পারি ?

ফটোশপ

প্রথমে

ফটোশপ

 

ক্লিক করে অ্যাডবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে।

 

প্রথমে অ্যাডবি ফটোসপ এর ফাইল এ কিক করে ওপেন এ কিক করতে হবে। নিচের ছবির মতন :

 

 

ফটোশপ

 

তারপর এ ছবি সিলেক্ট করে ওপেন ডায়লগ বক্স এ কিক করতে হবে। নিচের ছবির মতন:

 

ফটোশপ

 

ছবিটি তো ওপেন হল। এখন কি করবেন ?

 

 

এখন আপনি ইমেজ এ কিক করে কারভাস এ কিক করুন।

ফটোশপ

 

এখন একটি ডায়লগ বক্স আসবে।

সেখান থেকে ছবিটির উজ্জ্বলতা প্রয়োজনমত বাড়িয়ে / কমিয়ে নেই। ঠিক নিচের ছবির মতন।

 

ফটোশপ

দেখবেন। যে, আপনার ছবিটি উজ্জ্বল হয়ে গেছে।

 

সবাইকে ধন্যবাদ মন দিয়ে আমার টিউন টি পড়ার জন্য।

ভাল লাগলে লাইক দিয়ে এবং টিউমেন্ট এর মাধ্যমে ও প্রতিদিন ভিজিট করে আমাদের সাথে থাকুন।

সবার মঙ্গল কামনা রইল !!!

ফটোশপ

zugtech থেকে সংগ্রহীত

আমি ফেইসবুকে

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশাকরি ধারাবাহিকতা বজায় রাখবেন, সঙ্গে আছি।

vai ato pachal porar time nai….. Parle PDF den…. Ba PDF er ekta link den