খুব সহজে ফটোশপে বাংলা লিখার উপায়

আমি বেক্তিগত ভাবে অনেককেই দেখেছি যে ফটোশপে বাংলা লিখতে পারেন না। মূলত যারা অভ্র দিয়ে লিখেন তাদের ফটোশপে বাংলা লিখতে অনেক বেগ পেতে হয়। কারন অভ্রর ফন্ট ফটোশপে সাপোর্ট করে না। তাই আজ আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে বাংলা লিখা যায়। জানি অনেকেই বিষয়টি জানেন, যারা জানেননা তারা উপকৃত হবেন আশা করছি।

  • প্রথমেই অভ্র ফটোশপ ওপেন করে নিন।

তারপর অভ্রর সেটিং প্যানেল থেকে বিজয় টেক্সট কনভার্ট বাটনে ক্লিক করুন।

এবার আপনার কাঙ্ক্ষিত টেক্সট সমূহ বক্সটিতে লিখে কনভার্ট বাটনে ক্লিক করুন, তারপর টেক্সট গুলো কপি করে রাখুন।

এবার ফটোশপের টাইপ টুলটি ওপেন করে তাতে টেক্সট  (Ctrl+V)  গুলো পেস্ট করুন। তারপর লিখা গুলো সিলেক্ট করা অবস্থায় ফন্ট সেকশনে গিয়ে Kalpurush ANSI সিলেক্ট করুন।

তাহলেই আপনার কাঙ্ক্ষিত বাংলা লিখাটি দেখতে পারবেন। কোন সমস্যা হলে মন্তব্য করতে পারেন, ধন্যবাদ।   😀

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি বহুদিন ধরে এভাবেই লিখে আসছি তবে কিছু শব্দ ঠিকভাবে আসে না। এ কার, আ কার গুলো আগে পরে হয়ে যায় আর তখন “ভাষা সৈনিক” বাংলা সফটওয়্যার দিয়ে লিখে ঠিক করতে হয়।

Level 0

এত কষ্ট না করে অভ্র setting এ গিয়ে output as ansi click করেও বাংলা লিখা যায়

    কিবোর্ড শর্টকার্টও ব্যাবহার করা যায়। Shift+F12

Level New

এইবার পারছি, ধন্যবাদ ভাইয়া ।।