
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

শুরুতে সবাইকে জানাই শীতের শুভেচ্ছা!
আমরা যারা ফটোশপে ছবি নিয়ে কাজ করি, তাদের জন্য নিয়ে আসলাম আমার ভাল লাগা একটি প্লাগইন্স অনেকের কাছে হয়তো প্লাগইন্স টা আছে যাদের নেই তাদের অনেক উপকার আসবে। বিশেষ করে যারা ষ্টুডিএ কাজ করে।

তাহলে আর দেরি কেন এখান থেকে প্লাগ টি ডাউনলোড করুন। সাইজ মাত্র ৫০৭ কেবি
ব্যাবহারবিধিঃ
ডাউনলোড করা Imagenomic গুলো কপি করে C ড্রাইভে এডোবি ফটোশপ এ প্লাগইন্স ফোল্ডারে পেষ্ট করে দিন।
তারপর ফটোশপ চালু করুন, এবার মেনু থেকে Filter মেনুতে ক্লিক করে Imagenomic> Noiseware Professional বাটনে ক্লিক করুন, নিচের মত করে।

এবার Noise Level থেকে লেবেল বাড়িয়ে দিন এবং অন্যান্য কাজ করে Ok করুন।

দেখবেন ছবি অনেক সুন্দর হয়ে গেছে আর মুখে কোন দাগ থাকলে চলে যাবে, বাকি কিছু দাগ রয়ে যাবে তা ক্লোন টুল দিয়ে রিমুভ করতে হবে।
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ।

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Thanks