ফটোশপে ফেস এডিটিং – মুখের অপ্রত্যাশিত দাগ সহজেই মুছে ফেলুন !

গ্রাফিক্স ডিজাইনিং এর দুনিয়ার ফটোশপ যেন আলাদিনের চেরাগ । কন্টেন্ট এওয়ার , গ্রাডিয়েন্ট , লেয়ার, থ্রী ডি , ট্রান্সফর্ম , ফ্লিপ এমন কিছুই নেই যা ফটোশপ দিয়ে করা যায়না । আজকে একটা ছোট্ট টিপস দেবো যেটা শুধু গ্রাফিক্স ডিজাইনার নয় , বলতে গেলে সবার ই জানা থাকা দরকার । সেটা হচ্ছে ফটোশপ দিয়ে মুখের অনাকাংকিত দাগ মুছে ফেলা । তাহলে শুরু করুন , তবে সবার আগে ইনপুট আর আউটপুট দেখে নিন ।

এডিটিং এর পুর্বে -

এডিটিং এর পরে

কাজটি আমরা দুটো টুলস দিয়ে করতে পারি , একটি হল Spot Healing Brush Tool আরেকটি patch tool. দুটোই দেখানো হবে তবে আগে দেখবো Spot Healing Brush Tool । প্রথমে এখান থেকে ছবিটি ডাউনলোড করে নিন ।

এবার ফটোশপে ওপেন করুন । এবার বাম সাইডের টুলস প্যানেল থেকে Spot Healing Brush Tool সিলেক্ট করুন । আমি ফটোশপের লেটেস্ট ভার্সন Abode Photoshop CC ব্যাবহার করছি ।

এবার ছবি একটু জুম করে যেকোনো একটি স্পটের উপরে নিয়ে গিয়ে সিঙ্গেল ক্লিক করুন ।

কি দেখলেন ? এক ক্লিকেই ভ্যানিশ তো ?

প্যাচ টুলস দিয়ে : আগের মত সাইড থেকে patch tool সিলেক্ট করুন ।

এবার জুম করে ছবিতে যে কোনো একটি ব্রনের উপরে সিলেক্ট করুন ।

এবার কীবোর্ড থেকে Shift + F5 প্রেস করুন । নতুন উইন্ডোতে Content Aware সিলেক্ট করে ওকে করুন ।

ব্যাস , হয়ে গেল বিনা খরচে ব্রনের চিকিৎসা । শুভ রাত্রি 🙂 ।

Level 0

আমি ইফতি রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্যভাবেও করা যায় @ এই নিয়ম টা ও খারাপ না ভাল, প্রথম টিউন হিসেবে ভাল হয়েছে আরো ভাল টিউন চাই আপনার থেকে। ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: ঠিক বুইলছেন।

    @হোছাইন আহম্মদ: এটা একেবারে জেনারেল ইউজারদের জন্য লেখা যাদের আগের কোনো অভিজ্ঞতা নেই । তাই যথাসম্ভব সহজ পদ্ধতিটাই বলার চেষ্টা করেছি ।

Level 0

টিপসটা আমার অনেক কাজে লাগলো । ধন্যবাদ ইফতি ভাই 🙂