ফটোশপে 3R ছবিতে এবার নিজেই এক সেকেন্ডে ফ্রেম সেট করুন (সময় সাশ্রয় করুন)

জানি আপনার কাছে সময়ের মূল্য অনেক বেশী তাই কাজের কথায় আসি। আমার এটি প্রথম টিউন তাই আপনার জানা ভুলগুলো ধরিয়ে দিবেন।

আমরা জানব কেমন করে Keybord থেকে একটি Key চাপ দিলে 3R ছবিতে ফ্রেম সেট হয়।

প্রথমে ফটোশপ ওপেন করুন

এখন Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন একটি থ্রি আর ফ্রেম ওপেন করুন। এবার ফ্রেমটির লেয়ার থেকে সাদা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে পিএসডি মোডে  Auto Frame নামে সেভ করুন । ফাইলটি ক্লোজ করুন।
এখন Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন একটি থ্রি আর ছবি ওপেন করুন।
এখন Menubar থেকে Window>Action কমান্ড  অথবা (কিবোর্ড থেকে Alt+F9 চাপুন) তাহলে Action প্যালেট শো হবে। 

এখন Actionপ্যালেট থেকে Create New Set আইকনে ক্লিক করলে একটি New Set বক্স আসবে এখন Name বক্স এ Auto Frame নাম দিয়ে OK করুন।

এখন Actionপ্যালেট থেকে তৈরি করা Auto Frame  টি সিলেক্ট করে New Action বাটনে এ ক্লিক করুন। 

তাহলে একটি New action বক্স আসবে এখন Name বক্স এ Frame 3R নাম লিখুন, Set বক্স এ আপনার তৈরি করা ফোল্ডার টি সিলেক্ট করুন, Function Key আপনার পছন্দের একটা Key দিয়ে Record বাটনে ক্লিক করুন।
উপরের কাজ করার ফলে এখন যে কাজগুলো করব সব Record হবে, তাই অন্য কোন কাজ করবেন না।
এখন মেনুবার Select>All (অথবা কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিন) তাহলে ছবি
সিলেক্ট হবে। এবার Ctrl+C চাপ দিন কপি হবে।
এখন সিলেক্ট করা ছবিটা আগের তৈরী Auto Frame নামের পাতায় নিতে হবে । মেনুবার থেকে File>Open (অথবা কিবোর্ড থেকে Ctrl+O  চাপ দিন ) তাহলে ফাইলটি ওপেন হবে। এখন Ctrl+V চাপুন ছবিটি পেস্ট হবে এবার Ctrl+Shift+{[  কি একসাথে চাপুন। তারপর Menu বার থেকে File> Save As ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন ।

সবর্শেষে Action প্যালেট থেকে Stop বাটনে ক্লিক করে রেকর্ড Stop করুন ।
এখন হয়ে গেল 3R ছবিতে অটো বর্ডার।
এখন কাজটি সঠিক হল কিনা? তা দেখার জন্য ফটোশপে একটি 3R সাইজের ছবি ওপেন করুন এবং নির্বাচিত বাটন (Function Key) চাপ দিন আর দেখুন কি হয়।

Level 0

আমি জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে থেকে জানতাম @ নতুনদের কাজে দিবে । প্রথম টিউন হিসেবে ভালো হয়েছে আরো ভালো টিউন চাই আপনার থেকে।

Thank you!

Level 0

Onek shundor hoyese ! Thanks ! 🙂 apni apnar okhane je frame ta use korsen, orokom frame jodi apnar kase thake tahole diben plzzzzz. Amar khub beshi dorkar. Dile upokrito hobo 🙂

    ধন্যবাদ। Rabbi max আপনার ইমেইল টা দিয়েন চেষ্টা করবো।

ধন্যবাদ । হোছাইন আহম্মদ ভাই।

Level 0

Sorry vai. Ektu deri hoye gelo 🙁 …. Amar E-mail address: [email protected]