ফটোশপে মজা [পর্ব-৩৭] :: নিজের সাইন দিয়ে রাবার স্টাম্প তৈরী করার পদ্ধতি

ফটোশপে মজা

শিরোনামটা মিলাতে পারি নাই তাই পরিস্থিতি অন্য ভাবে নিবেন না।

রাবার স্টাম্প সব জায়গাতেই ব্যবহার হয় অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠন, পোষ্ট অফিস, থানা, পৌরসভা ইত্যাদী আরো অনেক জায়গায়। যে কোন ফাইল, দলিল, চেকবই সহ আরো অনেক জায়গায় সীল মারতে হয়, এটা একটা অপরিহার্য জিনিস। আমাদের অনেকেরই ব্যাংকে এ্যাকউন্ট আছে, আমরা সবাই কম বেশী ব্যাংকে লেনদেন করি। সবচেয়ে যে সমস্যাটা হয় তা হল সিকনেচার নিয়ে সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে একই রকম সিকনেচার দেয়া সম্ভব হয় না, তাই অনেকেই রাবার ষ্টাম্পে নিজের সিকনেচারটি বসিয়ে নেন।

আজকে আমি একটি সিকনেচার তৈরীর প্রক্রিয়াটি দেখাব এতে করে আপনার কম্পিউটারের কাজের চার্জ টা কমবে। মনে মনে খুশিও লাগবে যে আমি আমার প্রচেষ্ঠায় সিকনেচার সীলটি তৈরী করেছি। কাজটি একদম সোজা চলুন দেখি।

চিত্র নং-১ আপনি যদি এমএস পেইন্ট প্রোগ্রামটি ভালো ভাবে জানেন বা অংকনে পারদর্শী হন তাহলে খুব ভালো হবে এতে করে আপনার স্কেন কারার ঝামেলা থাকলনা আর যদি না পারেন তাহলে একটি সাদা কাগজে কালো কালারের সাইন পেন দিয়ে মোটা করে বেশি মোটা নয় এমন ভাবে আপনি যে ভাবে সাইন করেন সেই ভাবে কাগজে সাইনটি করুন এবার স্কেনার মেশিন দিয়ে স্কেন করে নিন। পেইন্টে করলে সাইন শেষে জেপিজি ফরমেটে যে কোন জায়গায় সেভ করে রাখুন। আপনার সাইন করা ফাইলটি ফটোশপে ওপেন করুন,

চিত্র নং-২ এবার ফাইল মেনুতে যান নিউতে ক্লিক করুন 4*4 সেমি রেজুলেশন 300 রেখে নতুন একটি ডকুমেন্ট নিন ব্যকগ্রাউন্ড সাদা থাকবে। টুলবক্স হতে রেক্টএ্যাংগেল সিলেক্টশন টুলটি সিলেক্ট করে আপনার ওপেন করা সাইনটি চিত্রের মত সিলেক্ট করুন, কপি করুন, নতুন ডকুমেন্ট যে নিয়েছিলেন তার উপর পেষ্ট করুন। লক্ষ রাখবেন 4*4 সেমি ডকুমেন্ট এর বাইরে যেন সাইনটি না যায়, যদি যায় তবে কন্ট্রোল+টি চেপে সাইজ করে নিবেন। এবার কন্ট্রো+এল চেপে কালার ব্যালেন্স ওপেন করুন উপরের বাম দিকের স্লাইডারটি ডানে একটু নিবেন এতে আপনার সাইনটি আরো কালো হবে যত কালো হবে আপনার স্টাম্প তত ভালো হবে নিচে আপনার নাম যদি প্রয়োজন হয় লেখার তবে লিখতে পারেন। সব কিছু ঠিক থাকলে আপনার যদি লেজার প্রিন্টার থাকে এফোর সাইজের পেপারে প্রিন্ট করে নিন, আর যদি লেজার প্রিন্টার না থাকে ইন্কজেট হলেও হবে।

সব শেষে যে কোন রাবার স্টাম্প তৈরী কারকের দোকানে আপনার পেপারটি দিলে তারা আপনাকে একটি রাবার স্টাম্প তৈরী করে দিবে এতে করে আপনার ডিজাইনের খরচটা কমবে । একই ভাবে আপনি আপনার প্রতিষ্টানের জন্য নিজেই কম্পোজ করে স্টাম্প বানাতে পারেন শুধু সাইজ টা ঠিক মত রাখবেন । আপনার যে সাইজের স্টাম্পের দরকার সেই সাইজ দিয়ে তার পর কম্পোজ করবেন সাইজের বাইরে যেন কোন অবজেক্ট না থাকে। তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ।

বিঃদ্রঃ প্রিন্ট কোয়ালিটি যেন 100% হয় নইলে স্টাম্প ভালো হবে না।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

korte parlam na . apni thik mato bojhate paren ni

ভাল

Level 0

vi photoshop cs6 extended ear key soho download link thakle diyen ……….please

ভাই, শত চেষ্টাতেও পারলাম না।

খুব দরকারি