[Adobe PS4/5/6] আসুন দেখে নিই ফটোশপের সাহায্যে কি ভাবে Image এর Noise Remove করবেন

আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভাল আছেন।

এটা আমার সর্বপ্রথম টিউন, তাই অনেক ভুল হতে পারে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসুন কাজের কথায় আসি।

আমরা প্রায় সবাই ইমেজ এর সাথে সম্পৃক্ত। আমাদের দৈনন্দিন কাজে ইমেজ/ছবির ব্যবহার আছে।

এজন্য আমরা ডিজিটাল ক্যামেরা  অথবা অন্য কোন ডিভাইসের সাহায্য নিয়ে থাকি। ছবি তুলতে গিয়ে অনেক সময় ছবি Noise সহ উঠে যায় এবং অনেকেই চায় যে তার ছবিটা আরো Glow/Glamour হোক।

-

এক্ষেত্রে আপনারা আমার Video Tutorial টা দেখতে পারেন

কারো যদি Video টা না দেখার ইছা থাকে তাহলে এই নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড করুন (মাত্র ৩৮.৯ মেগাবাইট HD)

আসুন একটা নমুনা দেখে নিই

Effect দেওয়ার আগে-

Effect দেওয়ার পরে-

আপনারা এর চেয়েও অনেক ভাল কাজ করতে পারবেন এই Effect এর মাধ্যমে।

প্রয়োজনীয় সফটওয়্যার-

  • ১. Adobe Photoshop CS5 অথবা latest Version Adobe Photoshop (আমি Adobe Photoshop CS6 ব্যবহার করেছি।)
  • ২. Windows XP Service Pack 3 (SP3) or Latest Windows Operating System.

যে যে Effect গুলো প্রয়োজন হবে-

  • ১. Convert to Smart Object
  • ২. Filter থেকে Blur>>Gaussian Blur
  • ৩. Paint Bucket tool

বিঃ দ্রঃ প্রিয় এডমিন ভাইয়ের কাছে অনুরোধ, আমার টিউনটা যেন- না মোছা হয়। কারণ আমার টিউনটা অনেক কষ্ট করে লিখা এবং সম্পুর্ন  Cut,Copy,Paste মুক্ত।

ফেসবুকে আমি- ArifjkMamun.

Level 0

আমি Arifjkmamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস