ফটোশপ প্রজেক্ট(পর্ব-৭)::প্রতিটি ডিমের ভিন্ন ভিন্ন কালার তৈরি করা।

আস্সালামু ওয়ালাইকুম।আশাকরি সবাই ভাল আছেন।

আজ আপনাদের দেখাবো কিভাবে প্রতিটি ডিমের ভিন্ন ভিন্ন কালার তৈরি করবেন।এটা বিভিন্ন ভাবে তৈরি করা যায়।অন্যগুলা আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে।তাই যেটা সহজ সেইটা আপনাদের মাঝে শেয়ার করলাম।চলুন শুরু করা যাক>>>

১.ফটোশপ ওপেন করুন।

২.এখন মেনুবার থেকে FILE>OPEN অথবা কিবোর্ড থেকে CTRL+O কমান্ড দিয়ে নিচের মত ডিমের ছবি ওপেন করুন।

২.এখন টুল অপশন থেকে quick selection tool (সর্টকাট কি w) সিলেক্ট করুন।

৩.এখন আপনি যে কয়টা ডিম কালার করতে চান সেই ডিমগুলোর উপরে ক্লিক করে সিলেকশন তৈরি করুন।নিচের মত করে

৪.এখন নিচের দেখানো স্থানে ক্লিক করে নতুন একটি লেয়ার নিন।

৫.add a layer mask এ ক্লিক করুন (১নং চিত্র) ও ২ নং চিত্রের দেখানো স্থানে একবার ক্লিক করুন।

৬.এখন বাম দিক থেকে foreground কালারে  e59100 কোড দিয়ে ok করুন।এবং টুল অপশন থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন।ব্রাশের হার্ডনেস ১০০ রেখে ব্রাশের নির্দিষ্ট পরিমান মান দিয়ে foreground কালারটি প্রথম ডিমটির সম্পুর্ন স্থানে দিন।

৭.এভাবে চিত্র নং এবং কালার অনুযায়ি প্রতিটি ডিমের উপরে মাউস ড্রাগ করে কালার ফিল করুন।১নং চিত্রে কালার কোড উপরের ছবিতে দেওয়া হয়েছে।২ নং চিত্রে 07ee28  ৩নং চিত্রে 7b18cf  ৪নং চিত্রে 1182eb  ৫নং চিত্রে dd0cae  ৬নং চিত্রে e5f80c

এভাবে প্রতিটা ডিমকে কালার করবেন।বাকি যে দুটি সাদা ডিম আছে ওগুলোর কাজ পরে করবো।

৮.লেয়ার প্যালেটে গিয়ে নিচের মত দেখানো স্থানে সেটিংস দিন।১নং চিত্রে একবার ক্লিক করুন।এবং ২নং চিত্রে color সিলেক্ট করুন।এবং ৩নং এ opacity দিন ৫৫

৯.তাহলে ডিমগুলি নিচের মত হবে।

১০.এখন লেয়ার প্যালেট থেকে background লেয়ারটি সিলেক্ট করুন।quick selection টুলটি সিলেক্ট করে বাকি যে সাদা ডিম দুইটা আছে সেগুলোর সিলেকশন তৈরি করুন।নিচে দেখুন।

১১.এখন একটি নতুন লেয়ার নিন।এবং foreground কালার দিন 9e0bea  ও background কালার দিন 19f203  এখন gradient টুলটি সিলেক্ট করুন।এবং ডিম দুইটার উপর গ্রাডিয়েন্ট কালার ফিল করুন।

১২.এখন লেয়ার প্যালেট থেকে ব্লাইন্ড মুড দিন color এবং কিবোর্ড থেকে ctrl+d চাপুন।তাহলে ডিম দুটি নিচের মত হবে।

১৩.এখন টুল অপশন থেকে সিলেক্ট করুন custom shape tool এবং টুল অপশনবার থেকে সিলেক্ট করুন tile 2 নামের সেপটি।

১৪.সিলেক্ট করা সেপটি ডিম দুটির উপরে ড্রাগ করে ছেড়ে দিন

১৫.লেয়ার প্যালেট থেকে shape1 নামের লেয়ারটি  মাউস দিয়ে চেপে ধরে সবাইর উপরে আনুন।

১৬.এখন আবার background layer টি সিলেক্ট করে quick selection tool টি সিলেক্ট করুন। এবং ডিম দুটির সিলেকশন তৈরি করুন।

১৭.এখন আবার shape1 নামের লেয়ারটি সিলেক্ট করুন।এবং ব্লাইন্ড মুড দিন overlay. opacity দিন ৪০ এবং রেয়ারের বাইরে কোথাও ক্লিক করুন।তাহলে ফাইনাল কাজটি নিচের মত হবে।

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

SOPNOCHURA’র টিউটোরিয়াল দেখিয়া দেখিয়া আমি ফটুশপে হাফেজ হইবো 😀 এইবারের টাও চরম হইছে রে মামা!

jotil hoise

Level 0

cs-2 te ki shombhob ?

shape1 নামে কোনো লেয়ার হয় নি। :s

Level 0

খুব ভাল টিউন কিন্তু আমি ব্লাইন্ড মুড খুজে পাইনা।

blind mode mane layer palet er upore dhekhun ekta option ase jekhane normal lekha thake oita,