ফটোশপ প্রজেক্ট[পর্ব-৪]::খুব সহজে ফেইস ক্লিন করা।

আস্সালামুওয়ালাইকুম।আশাকরি সবাই ভালো আছেন।

আজ আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজে ফেইস ক্লিন করবেন।তো চলুন কথা আর না বাড়িয়ে কাজ শুরু করি।

১.প্রথমে ফটোশপ ওপেন করুন।

২.মুখে দাগ ভর্তি একটি ইমেজ নিন।আমি এই ইমেজটি নিলাম।

৩.কিবোর্ড থেকে CTRL+J চাপুন তাহলে LAYER1 নামে একটি লেয়ার তৈরি হবে।LAYER1 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে CONVERT TO SMART OBJECT সিলেক্ট করুন।নিচের চিত্র দেখুন।

৪.FILTER>BLUR>GAUSSIAN BLUR সিলেক্ট করুন ।

সিলেক্ট করার পরে একটি ডায়ালগ বক্স আসবে সেখান থেকে নিচের মত মান দিয়ে OK  করুন।

তাহলে ইমেজটি নিচের মত হবে।

৫.এখন নিচের দেখানো স্থানে একবার ক্লিক করুন।

৬.এখন FOREGROUND কালার ব্লাক সিলেক্ট করুন।এবং টুল অপশন থেকে PAINT BUCKET TOOL সিলেক্ট করে ইমেজটির উপরে একবার ক্লিক করুন।তাহলে ইমেজটি নিচের মত হবে।

৭.FOREGROUND কালার হোয়াইট সিলেক্ট করুন।এবং টুল অপশন থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন।টুল অপশনবার থেকে ব্রাশের মান বাড়িয়ে কমিয়ে মুখের উপরে ক্লিক করতে থাকুন।যেমন BRUSH SIZE 41,HARDNESS 0,FLOW36 এভাবে সেটিংস দিয়ে মুখের সমস্ত স্থানে ক্লিক করতে থাকুন।বিঃদ্রঃ-চোখের ভ্রুর নিচে,নাকের উপরে এবং পাশে যখন ক্লিক করবেন তখন ব্রাশ সাইজ কমিয়ে নিবেন এবং FLOW এর মান কমিয়ে নিবেন।তাহলে ফাইনাল ইমেজটি নিচের মতো হবে।

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর চট করেই টিউনটা চলে গেল “প্রিয় টিউনস” সেকশন এ 😀

ভাই কোন সফটওয়্যার এ করেছেন ?

Ami onek tune poreci photoshop er but aponar ta akebarei sohoj. Je kaz korte amar onek somoy lagto akhon few second. Thank u cingri much.

    Level 0

    @Emrul islam: আগামিতে আরো কিছু পাবেন ।সাথে থাকুন।

অস্থির 😀 থ্যঙ্কস ভাই

Lot of Thanks to you

Level 0

Bhaijan,CS-2 te”Convert to Smart Object” pai na.

টিউনটির ৩ নাম্বার অপশনের ব্যাপারে।
[sb]৩.কিবোর্ড থেকে CTRL+J চাপুন তাহলে LAYER1 নামে একটি লেয়ার তৈরি হবে।LAYER1 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে CONVERT TO SMART OBJECT সিলেক্ট করুন।নিচের চিত্র দেখুন।[/sb]
আমার উইন্ডোজ সেভেনে CONVERT TO SMART OBJECT অপশনটি নেই। এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি

Level 1

আমি কোন ছবির ওপরে বাংলা লিখতে পারছিনা,কপি করে বাংলা আনলেও লেখা গুলো ওলট পালট হয়ে যায় এটা কেন হয় আমাকে একটু জানানো যাবে? অভ্র আর বিজয় দুইটা ই আমার ইন্সটল করা আছে।

    apni bijoy install den and google a search den peye jaben .na peley amar sathe fb tey contact koren

Level 0

ভাই আমি ফটোশপে নতুন,এই টিউনের কাজ গুলো ভালভাবে করতে পারছি কিন্তু ছবি সেভ করতে পারসি না……সেভ করতে গেলে প্রোজেক্ট আকারে সেভ হচ্ছে,ভাই একটু হেল্প করেন প্লিজ………………………

5 number ta parlam na

৬.এখন FOREGROUND কালার ব্লাক সিলেক্ট করুন।এবং টুল অপশন থেকে PAINT BUCKET TOOL সিলেক্ট করে ইমেজটির উপরে একবার ক্লিক করুন।তাহলে ইমেজটি নিচের মত হবে। but click korle bole this smart object must be rastreized before proccessing . do u want to rastterize it now? yes diye image er upor ekbar clck korle black hoye jay kichu ongsho

vai valo kore try korun parben.

Vai apnar phone number ki Pete pari

6 number ta pailam na … PAINT BUCKET TOOL ta khoje pai na .cs6 extended version a plz help me

ভাইয়া Adobe Photoshop CS3 তে এই টিউন টা কাজে লাগাতে পারলাম না। please help

    i didn’t use cs3

    i used photoshop cs6 brother . so i don’t have any idea about cs3 .thanks