ফটোশপে মজা [পর্ব-১৩] :: সাদা কালো ছবির কিছু অংশ কালার করুন ভিন্ন উপায়ে।

ফটোশপে মজা

সকল টেকটিউনার ভাইদের জন্য রইল শুভেচ্ছ। কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। বেশি কথা বাড়াব না কাজে চলে যাই আজকে ১৩তম টিউন করব ফটোশপে মজ শিরোনামে। আজকে দেখাব কিভাবে সাদা কালো ছবির কিছু অংশ কালার করা যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে। চলুন কাজটি করে ফেলি।

ধাপ-১ ফটোশপ চালু করুন যে কোন একটি রঙ্গিন ছবি ওপেন করুন যেমন আমি ঐশ্বরিয়ার ছবিটি ব্যবহার করেছি।

ধাপ-২ এবার লেয়ার প্লেট থেকে আরেকটি লেয়ার ডুব্লিকেট করুন। বুঝিয়ে দিন ছবির লেয়ারে মাউস রেখে রাইট ক্লিক করুন তার পর ডুব্লিকে লেয়ার সিলেক্ট করুন তাহলে দেখবেন একই ছবির দুটো লেয়ার হয়েছে। এবার উপরের লেয়ারটি সিলেক্ট থাকাবস্থায় চিত্রে দেখানো কমান্ডে যান।

ধাপ-৩ এ দেখেন আপনার উপরের ছবি 2নং লেয়ারটি সাদা কালো হয়েছে আর নিচেরটি 1নং কালার থাকবে।

ধাপ-৪ এ টুলস বক্স হতে ইরেজ টুলসটি সিলেক্ট করে চিত্রের মত নির্দিষ্ট জায়গায় ব্রাস বা মুছতে থাকুন ব্লু পয়েন্ট দিয়ে  দেখিয়ে দিলাম এসব জায়গায় ব্রাস করবেন বা মুছবেন তাহলে নিচের কালার ছবিটির অংশ বেরিয়ে আসবে।

কাজ শেষে দেখুন কেমন হলো। কাজে লাগলে কমেন্ট করুন।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পোষ্ট। তবে..
কাজটা History Brash Tool দিয়ে করলে আরো সহজ হয়।