অ্যাডবি ফটোশপে দিন Color Splash ইফেক্ট

আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে Color Splash ইফেক্ট দিতে হয়। আমি ফটোশপে ততটা দক্ষ নই তাই কোনকিছু শিখানোর এই ছোট্ট চেষ্টায় কোন ভুল থাকলে মাফ করবেন।

আমি Adobe Photoshop CS5 ব্যবহার করি। নিচের ছবিটি দেখলেই বুঝবেন Color Splash কি -

তাহলে শুরু করা যাক। প্রথমে ফটোশপে ইমেজটি ওপেন করুন,তারপর নিচের ছবিটি অনুসরণ করে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন -

ডুপ্লিকেট লেয়ার এ ক্লিক করলে নিচের ছবির মত ডায়লগ বক্স আসবে! Ok তে ক্লিক করুন

এখন ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করে উপরের Image মেন্যু থেকে Adjustments এবং এর সাবমেন্যু থেকে Black & White সিলেক্ট করুন। নিচের ছবির মত করে করুন-

Black & White এ ক্লিক করলে নিচের ছবির মত ডায়লগ বক্স আসবে! Ok ক্লিক করুন-

ডুপ্লিকেট লেয়ার পুরোটাই এখন সাদা কালো হয়ে যাবে। মনে রাখবেন মেইন লেয়ার এর কোন পরিবর্তন করবেন না!

এখন বাম পাশের Toolbar থেকে Quick Selection Tool সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন -

এবার ইমেজের যে অংশটুকুতে আপনি Color Splash করতে চান সেটুকু সিলেক্ট করুন! সিলেকশনের সুবিধার্থে জুম করে নিন। নিচের ছবি দেখুন-

সিলেকশন করা হয়ে গেলে এখন Toolbar থেকে History Brush Tool সিলেক্ট করুন -

এখন ব্রাশ করতে থাকুন আর দেখুন -

ব্রাশ করা শেষ হয়ে গেলেই কাজ শেষ।

এখন ইমেজটির নতুন একটি ফাইল নেম দিয়ে সেভ করে রাখুন।

এই ছিল Color Splash Effect. প্রফেশনাল ফটোগ্রাফাররা তাদের অনেক ছবিতে এই ইফেক্ট ব্যবহার করে থাকেন। আশা করি ভালো লেগেছে।

Level 0

আমি টেক মশাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ছিলাম,আছি,কয়দিন পর মইরা যামু :P


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল লাগল ভাই,এভাবে ছবিসহ বর্ণনা দিলে যে কেউ সহজেই বুঝতে পারে ।