Adobe Photoshop দিয়ে মাত্র এক মিনিটে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন (সহজ পদ্ধতিতে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের দেখাব কিভাবে Magic wand tool এর সাহায্যে একটি ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তবে ব্যাকগ্রাউন্ড অবশই এক কালারের হতে হবে। তো চলুন একটা ছবি নেওয়া যাক

আমি নিচেরটা নিলাম

যে ছবিটা নেওয়া হয়েছে ঐ ছবির লেয়ারে Indicates layer is partially locked ডাবল ক্লিক করুণ একটা বক্স আসবে এরপরে ok ক্লিক করুণ

নিচে দেখুন

এবার টুলবার থেকে Magic wand tool সিলেক্ট করুন অথবা (কি বোর্ড থেকে W চাপুন)

নিচে দেখুন

এরপরে ছবির ব্যাকগ্রাউন্ড ক্লিক করুণ দেখবেন ব্যাকগ্রাউন্ডে অনেকটা জায়গা সিলেক্ট হয়েছে।

নিচে দেখুন

পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হলে কি বোর্ড থেকে Shift চেপে ধরে ক্লিক করুণ যেসব জায়গা সিলেক্ট হয়নি।

এরপর উপরের মেনু বার থেকে Select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Alt+Ctrl + D দিন তাহলে একটা বক্স আসবে Feather Radius ( 1.5 ) দিন ok নিচে দেখুন

এরপর কি বোর্ড থেকে Delete কি চাপেন ২ (দুই) বার

নিচেরটার মত দেখা যাবে

এবার আপনার পছন্দ মত যে কোন একটি  ব্যাকগ্রাউন্ড দিন, তারপর সুন্দর করে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড বসিয়ে নিন।   

পোস্টটি ভাল লাগলে  আমার ব্লগ সাইটে গুরে আসুন...

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sundor post niser animation kaj tar tutorials den akto siki

Level 2

Shundor Hoyechhe.

আগে থেকে জানতাম (নতুনদের কাজে আসবে)

আরে ভাই ছিলেন কোথায় এতদিন, আপনাকে খুজছে বাংলাদেশ

ভাই ওয়েব ডিজাইনের জন্য উপকারে আসবে এ জাতীয় ফটোশপ টিউন চাই।

ভাল লাগল টিউনটা।

খব ভাল, আগেই জানতাম তবে অনেকেই জানে না তাদের জন্য অবশ্যই কাজে লাগবে।

Level 0

Valo legese. Vai Apni Photoshop CS 6 er Jonno pura tutorial likha suru koren. R karu na holeo amar kaje lagbe.

Level 0

এটা মূলত ১ কালারের ব্যাকগ্রাউন্ডের জন্য প্রযোজ্য ব্যাকগ্রাউন্ডে ২ বা ততোদিক কালার মিশ্রিত থাকলে করতে পারবেন না, করা গেলেও অনেক ঝামেলা। ধন্যবাদ। ফটোশপ নিয়ে আমি চেইন টিউন করছি 10 তম টিউন হয়েগেছে। শিরোনামঃ ফটোশপে মজা। দেখবেন আশা করি।

Level 0

class 1 er baccha ra o jane…. apni borong musk tool er kaj dekhan…..
tothapi tune ti valo hoyeche