ফটোশপে মজা [পর্ব-৮] :: ওয়ালে তৈরী করুন চিত্র অংকনের দৃশ্য ভালো লাগবে।

ফটোশপে মজা

টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই। আবার আসলাম। কেন? হ্যা, কিছু কাজ শেয়ার করার জন্যে, জানিনা আমার কাজগুলো আপনাদের কতটুকু ভালো লাগে তবে কাজ দেখে নিজে প্রেকটিস করলে অনেক ভালো লাগবে। ফটোশপে নতুন যারা আছেন তারা অবশ্যই কাজগুলো ভালোবাবে করার চেষ্টা করবেন। আমার কমান্ডগুলো ভালো বাবে দেখেন এবং এর উন্নয়ন করার চেষ্টা করুন  শিখে যাবেন এবং আপনার ডিজাইনে প্রয়োগ করুন।

চলুন দেখি আপনার ছবি দিয়ে দেয়ালে একটি চিত্রাঙ্কন এর পরিবেশ সৃষ্টি করি। এই কমান্ডটা মনে রাখবেন কাজের প্রয়োজনে যে কোন স্থানে প্রয়োগ করতে পারবেন। প্রথমে ফটোশপ চালু করুন। ওয়াল এর একটি ছবি ওপেন করুন এবং আপনার কাঙ্খিত ছবিটি ও। এবার 2নং ছবিটিকে মাউস দ্বারা 1নং চিত্রের উপর ছারুন।

ধাপ-২ এ কী বোর্ড থেকে কন্ট্রোল+টি চাপুন নিচের চিত্রের মত সেট করুন এবার দেখেন লাল চিহ্নিত লেয়ার প্লেট এ ছবি লেয়ার সিলেক্ট থাকবে , লেয়ার অপশনে নরমাল দেয়া আছে আপনি এখানে ক্লিক করে ওভারলী করে দেনে।

ধাপ -৩ এর চেহারা দেখুন ওয়ালের উপর ছবিটি কেমন বসে গেছে।

ধাপ-৪ এর লাল চিহ্নিত কমান্ডগুলো দেন।

ধাপ-৫ এ ছবিটির উপর একটু আর্টটিস ভাব আনার জন্য নিচের সেটিংটি অবলম্বন করুন। দেখুন ছবিটি রং দিয়ে আর্ট করার মত হয়েছে।

ধাপ-৬ একজন চিত্রঅংকন লিল্পীর ছবিটি নিচের চিত্রের মত করে দেন আর দেখুন মজা।

ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai oi waller chobitar akta download link dile valo hobe…wall ta valo lagche… 😀

    Level 0

    @seeam: ভাই এটা আমি গুগল সার্চ করে পেয়েছি আপনি গুগল ইমেজে গিয়ে ব্রিক ওয়াল দিয়ে সার্চ করেন পেয়ে যাবে বিভিন্ন স্টাইলের ছবি।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

congratulations tuner

আপনের টিউন আমার ভালো লাইগা গেছে! বুইঝেন কইলাম!! টিউন দেওয়া বন্ধ করতে পারবেন না :p

খুবই ভাল হয়েছে ভাই, আরও খুশি হব যদি আপনার ফোন নাম্বার টা আমাকে দিন। [email protected]

এইডাও পারছি। কিন্তু আপনার ফিল্টারগুলা একটু লেখে দিলে ভাল হয়। ছবি দিয়ে বুঝতে খুব কষ্ট হয়। 😀

Amarta normal hote overly select kora jaschena.Pls help