ফটোশপ এর যাদু [পর্ব-১৯] :: এবার আপনি নিজে নিজেই লেখার প্রতিচ্ছবি তৈরি করুন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোশপ দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজও করা যায়,

এবার কাজের কথা আসি আজ আমরা শিখব কিভাবে ফটোশপে লেখার প্রতিচ্ছবি  তৈরি করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা  যাক আজকের পূর্ব

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

তারপর File>New ক্লিক করে যে কোন মাপের একটি পেজ নিন, নিচে আমি একটা নিলাম।
তাহলে নিচের মত একটা সাদা পেজ আসবে।

এখন সাদা পেজটাকে ব্রাকগ্রাউন্ড কালার ফিল করতে হলে টুলবার থেকে ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে কী-বোর্ড থেকে Alt+ BackSpace দিলে সাদা পেজটা কালো ব্রাকগ্রাউন্ড দ্বারা ফিল হবে নিচে দেখুন।

এবার আমাদের টুলবার থেকে Type Tool সিলেক্ট করে যে লেখাকে প্রতিচ্ছবি বানাবো সে লেখাটা টাইপ করব নিচে আমি আমার প্রিয় সাইট টেকটিউনস টাইপ করলাম আপনারা যে কোন লেখা লিখতে পারেন।
আমি বাংলাতে লিখলাম আপনারা ইচ্ছা করলে ইংরেজীতে লিখতে পারেন।

এখন আমরা আমাদের প্রিয় টেকটিউনস লেখাকে একটা প্রতিচ্ছবি তৈরি করব সেজন্য আমাদের লেখার একটি কপি তৈরি করতে হবে তার জন্য Layer প্যালেট-এর উপর রাইট বাটন ক্লিক করে Duplicate Layer ক্লিক করে নতুন একটা লেয়ার নিন। না পারলে নিচে দেখন।।

এবার Duplicate Layer টি সিলেক্ট থাকা অবস্থায় মেনুবার থেকে Edit> Transform>Flip Vertical ক্লিক করতে হবে না পারলে নিচে দেখুন।

তাহলে লেখাটা উল্টে যাবে এবার টুলবার থেকে Move Tool সিলেক্ট করে উল্টো লেখাটা নিচে নিয়ে আসুন SHIFT Key ধরে, দেখুন আমি কিভাবে করেছি।

এখন আমাদের লেখার মধ্যে মাস্ক ব্যবহার করতে হলে লেয়ার প্যালেট থেকে নিচের দেখানো আইকনে ক্লিক করুন।

এখন টুলবার থেকে Gradient Tool সিলেক্ট করে অপশন বার থেকে সাদা-কালো Gradient কালার সিলেক্ট করে লেখার উপর মাউস দ্বারা ক্লিক করে উপরের থেকে নিচের দিকে টান দিন, নিচে আমি কি সুন্দর করে করেছি দেখুন, চেষ্টা করুন আপনিও পারবেন।

এবার আপনার ইচ্ছামত Opacity কমাতে বা বাড়াতে পারেন, নিচে আমি Opacity- ৪৯ করেছি ।

এবার দেখুন আমার প্রিয় টেকটিউনস লেখার মধ্যে কি সুন্দর একটা প্রতিচ্ছবি তৈরি হয়েছে।

পরিশেষে মেনুবার থেকে  File> Save As > ক্লিক করে যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবে না।

আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধারুন হইতাছে, চালিয়ে যান………..>>>>>>>>>>>>>>>>>>

আমি পারছি না এটা কিভাবে করা যায় একটু ভালোভাবে বলবেন?

    @সিমা: না পারার তো কিছু নাই! চেষ্টা করে দেখেন ইনশাআল্লাহ পারবেন । আর স্ক্রীন শট তো দেওয়া আছে।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 2

পরে ট্রাই করব, আপনি ফটোশপের cs5 বা c6 এর মিডিয়াফায়ার ডাওনলোড লিংক দিতে পারেন।

    @mahmudkoli: আপাতত আমার কাছে ফটোশপের cs5 বা c6 এর মিডিয়াফায়ার ডাওনলোড লিংক নেই পাইলে আপনাকে ডাউনলোড লিঙ্ক দিব। আর আপনি ফটোশপের cs5 বা c6 চেয়ে ফটোশপ ৭ ব্যবহার করেন দেখেন অনেক দ্রুত কাজ করে এবং আপনার কাছে ভালো লাগবে।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

দারুন।আপনার ছোট ছোট এই টিপসগুলো যারা জানে তাদের কাছে হয়তো কিছুই নয় কিন্তু যারা জানেনা তাদের কাছে অনেক কিছু।ভালো হচ্ছে।থামাথামির চিন্তাও না করে সামনে অগ্রসর হোন।

    @প্রবাসী:

    ভাইয়া আমি আপনার photoshop CV6 এর download ও activation করার টিউন্ টা পরেছিলাম। কিন্তু অইখান থেকে এখন তো আর download করা যাচ্ছে না। ভাইয়া আপনের সময় হলে কি আমাকে একটু সাহায্য করতে পারবেন?? ধন্যবাদ

    @প্রবাসী: বুঝা যাচ্ছে আমার কষ্টের টিউন গুলো সার্থক হচ্ছে, আপনার এত সুন্দর মন্তব্য দেখে এক দিকে আমার মন খুব ভাল লাগছে আরেক দিকে টিউন করতে আগ্রহ জম্মেছে।
    ধন্যবাদ প্রবাসী ভাই।

      @হোছাইন আহম্মদ: আরে ভাই ছেলেন কনে আন্নেরেই তো খুইজ্জা হাতাহাতা করি হালাইলাম আদ্দিন,খুব ভালা হইছে আন্নের লেহা হান আরা চাই আন্নে আর লেহা হাডাইদান ইয়ানে তাইলে খুব মজা অইবেনে, ভালা থাকিয়েন।

আমার Photoshop CS6 লাগবে… আর মাত্র তিন দিন trail মেয়াদ আছে 🙁
কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? আমার net speed অনেক ভাল। তাই যেকোন file download করতে পারি… ধন্যবাদ

Level 0

ধন্যবাদ