Adobe Illustrator মাল্টি সেপ ক্লিপিং মাস্কিং।

টিউন বিভাগ
প্রকাশিত

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধু, আপনি Adobe Illustrator এ কাজ করতে চাইলে গুরুত্বপূর্ণ ফাংশন আপনার অবশ্যই জানা উচিত বলে আমি মনে করি। তাই আপনার জন্য নিয়ে এলাম মাল্টি সেপ ক্লিপিং মাস্কিং।

চলুন তাহলে শুরু করা যাক:

এটা আমার প্রথম ফটোশপ ইলেস্ট্রেটর টিউন।

আজকে আমি আপনাদের সামনে একটা টিউটোরিয়াল তুলে ধরবো। যা আমারা যারা ডিজাইন শিখেছি অথবা ডিজাইনে কাজ করে থাকি তাদের জন্য অনেক দরকারি টিউন।

আজকে আমি মাল্টি ক্লিপিং মাস্ক সম্পর্কে কিছু তথ্য দিবো। এবং একটা কাজের টিউটোরিয়াল করে দেখাবো।

আমার এই কাজটি করতে যা যা লাগবে।
১। প্রথমে ফটোশপ ইলেস্ট্রেটরের যে কোন একটা ভার্শন লাগবে।
২। তারপর একটা ইমেজ লাগবে যেটা আমি মাল্টি ক্লিপিং মাস্কিং করবো।

কাজ শুরু করবো।

প্রথমে অনেক গুলো রাউন্ড অথবা যে কোন সেপ নিবো। এর পর সেপ গুল মুভ টুলস দিয়ে ধরে Unit করবো।
ইউনিট করতে হলে প্রথমে
১। Path Finder Box আনতে হবে >> Ctrl +Shift+F9 (Shortcut Key)।
২। Path Finder Box আসলে UNITE করতে হবে। সব গুলো রাউন্ড সেপ মুভ টুলস দিয়ে ধরে (Alt+Unite) ক্লিক করে EXPEND করবো।
৩। এর পর একটা পিকচার Place করবো।
৪। পিকচার এবং রাউন্ড সেপ মুভ টুলস দিয়ে সিলেক্ট করে (Ctrl+7) (Shortcut key) রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক এ ক্লিক করলে কাজ শেষ।
৫। এখন পিকচার টা রাউন্ড সেপে ভিতরে চলে গেলে এর পর ডাবল ক্লিক করে ইমেজ কে এদিক সেদিক সরানো যাবে ইচ্ছে মত।

কারো কোন প্রশ্ন বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

আমি মুহাম্মাদ আল রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস

কোন টিউন পাওয়া যায় নি

টিউনারের আরও টিউনস


টিউমেন্টস