ইলাস্ট্রেটরে কোল্ড ড্রিংকস পেপ (গ্লাস) তৈরি

মূলত এই টিউটোরিয়ালটি একটি ইংরেজি টিউটোরিয়াল থেকে অনেকদিন আগে শেখা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই ইংরেজি টিউটোরিয়ালের লিঙ্ক হারিয়ে গেছে। ইন্টারনেটে অনেক খুজেও আর তার কোন সন্ধান পাইনি। টিউটোরিয়ালটির নাম দিতে গিয়েও যথেষ্ট চিন্তায় পড়েছিলাম। যা হোক শেষ পর্যন্ত প্রকাশ করেই ফেললাম।
শুরুতেই ফাইনাল ইমেজটি দেখে নেবো।

10000final

উপরের চিত্রটিই আমরা ধারাবাহিকভাবে তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে পেন টুল ব্যবহার করে একটি রেখা আঁকতে হবে। রেখাচিত্রটি ঠিক নিচের চিত্রের মত হবে।

1

এবার Convert Anchor Point Tool (Shift + C) ব্যবহার করে নিচের দিকে যেখানে রেখাটির কোণ তৈরি হয়েছে সেখানে বাঁকাতে হবে। Convert Anchor Point Tool দিয়ে উক্ত স্থানে ক্লিক করে মাউস ডানে-বামে, উপরে-নিচে সরালে এটি নিচের চিত্রের ন্যায় তৈরি হবে।

2

পরবর্তীতে আমরা সিলেকশন টুলে ক্লিক করে উপরের শেপটিকে সিলেক্ট করব এবং মাউসের ডান বাটনে ক্লিক করে Transform > Reflect > Copy তে ক্লিক করতে হবে। ফলে উপরের শেপটির একটি প্রতিবিম্ব তৈরি হবে এবং তখন দুটো শেপকে সামনাসামনি স্থাপন করে সিলেকশন টুল দিয়ে উভয় শেপকে সিলেক্ট করুন। Pathfinder টুলপ্লেটের Join অপশন ব্যবহার করে উভয়কে যুক্ত করার পর তা নিচের চিত্রের ন্যায় দেখাবে।

3

এই ধাপে Direct Selection টুল ব্যবহার করে ভিতরের অংশ সিলেক্ট করে ডিলিট করে দিন এবং মাউসের ডান বাটনে ক্লিক করে Join এ ক্লিক করুন। ফলে নিচের চিত্রের ন্যায় একটি শেপ পাবেন।

4

নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণ আমরা পেপের উপরের অংশ অংকন করলাম। এবার আমরা মাঝের অংশ বা চিকন অংশ আঁকব। এর জন্য আমরা নিচের চিত্রের ন্যায় একটি শেপ তৈরি করব পেন টুল ব্যবহার করে।

5

পূর্বের ন্যায় Convert Anchor Point Tool বা Shift + C ব্যবহার করে শেপের মাঝের অংশটিকে বাঁকিয়ে নিচের চিত্রের ন্যায় তৈরি করব।

6

পূর্বের প্রক্রিয়ায় মাউসের ডান বাটোনে ক্লিক করে Transform > Reflect > Copy তে ক্লিক করে এটি একটি প্রতিবিম্ব তৈরি করে দুইটি শেপকে যুক্ত করুন এবং Pathfinder এর Join টুল ব্যবহার করে দুটি শেপকে যুক্ত করে নিচের চিত্রের ন্যায় একটি শেপ তৈরি করুন।

7

একটা বিষয় এখানে বলে নেওয়া দরকারঃ কাজ করার সময় প্রতিটি শেপের একটি কপি নিয়ে রাখবেন। Alt চেপে মাউসের বাম বাটনে ক্লিক করে ড্রাগ করলে সহজেই কপি তৈরি হয়ে যাবে। যা হোক, এবার এবার গ্লাসের মূল অংশের সাথে স্টান্ড অংশ উপরে নিচে রেখে পাথফাইন্ডার টুল দিয়ে যুক্ত করুন। ফলে নিচের চিত্রের ন্যায় একটি শেপ পাবো।

8

এরপর আমরা এটিকে Gradient ইফেক্ট দিব। আমি এখানে নিচের চিত্রের ন্যায় রঙ দিয়েছি। আপনারা চাইলে অন্য রঙ ও দিতে পারেন। Gradient ইফেক্ট দেওয়ার পর আমরা নিচের চিত্রের ন্যায় শেপ পাবো।

10

অবশ্য আমি এখনে একটু বাড়তি কাজ করেছি। সেটা হল গ্লাসের প্রাথমিকভাবে অংকিত শেপটিকে অন্য একটি শেপ দিয়ে কেটে সেটাকে স্থাপন করেছি যার ফলে হালকা সাদা একটা ইফেক্ট পড়েছে। এটা করার জন্য আপনারা নিচের চিত্রটি খেয়াল করুন।

9

Pathfinder এর Subtract from Shape are টুল দিয়ে কেটে Expend করে কালো অংশ কে সাদা করে সেটার Transparency কমিয়ে দিন এবং পেপের (গ্লাসের) উপরে বসান। একই প্রক্রিয়ায় আরো একটি অংশ কাটতে হবে যা দিয়ে গ্লাসের যে অংশে পানীয় থাকবে তা নির্ধারিত হবে। নিচের চিত্র খেয়াল করুন।

11

উপরের চিত্রের ডান পাশের শেপের ন্যায় আলাদা আলাদা শেপ নিয়ে তা Pathfinder টুল দিয়ে কেটে Expend করে পেপের উপরে বসিয়ে দিলে নিচের চিত্রের ন্যায় শেপ পাওয়া যাবে।

12

এই ধাপে যে বাড়তি কাজ করা হয়েছে তা হলঃ একটি বৃত্ত অংকন করে তাকে চেপে দিয়ে Gradient ইফেক্ট দেওয়া হয়েছে। ব্যবপারটি বোঝার জন্য নিচের চিত্রটী দেখুন।

13

এরপর পেপের নিচের পা বা ধারক তৈরি করুন। একটি বৃত্ত এঁকে তাকে যথাযতভাবে বসিয়ে দিন, ঠিক নিচের চিত্রের ন্যায়।

14

এরপর পেনসিল টুল দিয়ে কয়েকটি বরফের টুকরো অংকন করুন এবং সেগুলো গ্লাসের ভিতরে বসিয়ে দিন। চিত্রঃ

15

এখন অসংখ্য ছোট ছোট বৃত্ত অংকন করে সেগুলো ডানপাশে বসিয়ে দিন যেন মনে হবে অসংখ্য বাষ্পকণা গ্লাসের চারপাশে জমা হয়েছে। এগুলোর ট্রন্সপারেন্সি কমিয়ে দিলে আরো ভাল দেখাবে। শেষ পর্যন্ত ইমেজটি নিচের চিত্রের ন্যায় রূপ নেবে।

সবাইকে ধন্যবাদ। ভাল লাগলে শেয়ার করবেন। একই ধরনের আরো কিছু টিউটোরিয়াল এখানে আছে।

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হয়েছে। চালিয়ে যান।

মন দিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অসাধারন ভাই আরো চাই