ইলাস্ট্রেটরে তৈরি করুন ফুটবল বিশ্বকাপ-২০১৪এর লোগো

সামনে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে পেলের দেশ ব্রাজিলে। বিশ্বকাপের লোগো উন্মোচোন হয়েছে অনেক আগেই। অসাধারণ সুন্দর এই লোগোটি আমরা নিজেরাই তৈরি করতে পারি এ্যাডবি ইলাস্ট্রেটর ব্যবহার করে। শুরু করার পূর্বে একটু বলে নেই আমি একটা ইংরেজি ব্লগ থেকে কাজটি শিখেছি পোস্টের শেষে উক্ত ইংরেজি ব্লগের লিঙ্কটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও কাজটা দেখে নিতে পারেন। তবে আসুন এবার শুরু করা যাক, প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করুন, একটি পেজ নিন A4 সাইজের। লোগোটি আমরা কয়েকটি ধাপে তৈরি করব। তার আগে এক পলক দেখে নিন লোগটিঃ

WC-2014-Brasil.svg

আমরা প্রথমে লোগোটির বাম হাতের ন্যায় যে অংশটি দেখা যাচ্ছে তা আঁকার চেষ্টা করব। পেন টুল ব্যবহার করে একটু ধৈর্যের সাথে কাজটি করতে হবে। নিচ থেকে শুরু করে এভাবে তৈরি করুন।

1

এবার এটিতে Gradient tool ব্যবহার করে রঙ করতে হবে ঠিক নিচের মত।

2

এবার হাতটিতে 3D শেপ আনার জন্য পেন টুল দিয়ে বর্তমান শেপটির উপর দিয়ে আরেকটি শেপ তৈরি করুন।

3

এবার উপরের শেপটিকে পিছনে পাঠিয়ে দিন এবং দেখুন হাতের শেপটিতে 3D মুড চলে এসেছে।

4

এবার আবারো পেন টুল ব্যবহার করে নিচের মত করে হাতের অন্য একটি শেপ আকুন এবং Gradient Tool দিয়ে এটিতে সবুজ রঙের আভা দিন।

5

এই পর্যন্ত আঁকা শেপগুলোকে সাজান এবং দেখুন কি হতে যাচ্ছে।

6

এবার অন্যান্য অংশগুলো আঁকুন একইভাবে।

7

সবশেষে সবগুলোকে তাদের যথাযত স্থানে স্থাপন করুন। এবং দেখুন কাজ প্রায় শেষের পথে।

9

পেন টুল ব্যবহার করে ২০১৪ লিখুন এবং যথাস্থানে স্থাপন করুন।

10

এখন নিচেয় লিখুন FIFA WORLD CUP Brasil

11

গ্রুপ করুন এবং png মুডে সেভ করুন, দেখুন হয়ে গেল ২০১৪ সালের বিশ্বকাপের লোগো।

12

মুল ইংরেজি টিউটোরিয়াল এখানে

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাদের AI Format প্রয়োজন তারা এখান থেকে Download করতে পারেন ……..
http://www.ziddu.com/download/21155422/fifa2014worldcup.rar.html

ডাউনলোড করা যায় না ভাই, বাইনারি ফাইল হিসাবে সেভ হয়।