বন্ধুরা সবাই ভাল আছ তো। আশা করছি সবাই ভাল আছেন। আমার 47 তম টিউনে সকলকে জানাই অভিনন্দন। সময় করে টিউন করে চেষ্টা করি। আপনারদের উপকারের জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে টিউন করতাছি সেটা হচ্ছে Adobe Flash 2d abd 3D Galare Effects। সে সব বন্ধুরা সখের পিকচার দিয়ে অনেক ভিডিও তৈরী করতে চান তাদের জন্য এই Adobe Flash 2d abd 3D Galare Effects। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। তার পর অন্যন সফটয়্যার এর মত ইনষ্টল প্রক্রিয়া শেষ করুন। এবার ওপেন করুন। তার পর ওপেন করুন।
কিছু স্ক্রীন সর্ট দিলাম
অনেক ইফেক্ট দেয়া যাবে। অনেক পিকচার সংযোজন করে এবং সাউন্ড েইফেক্ট ব্যবহার করা যাবে। ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি।
এছারা রয়েছে বিভিন্ন ষ্টাইলে 3ডি গ্যালারী ইফেক্ট। ব্যবহার করে দেখুন ভাল লাগবে। বন্ধুরা নিচের চিত্র অনুসরন করুন।
আছে অনেকট ট্যামপ্লেটেট সিস্টেম।
উপরের চিত্রে দেয়া কিছু 3ডি চিত্র তার ডান পাশে অনেক 3ডি ইফেক্ট আছে দেখুন কাজ করুন অনেক ভাল লাগবে আশা করি। তারাহুরা করে টিউনটা করলাম তাই এখানে ভিডিও টিউটোরিয়াল দিলাম। বুজতে অসুবিধা হলে সরাসরি ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিতে পারেন। বন্ধুরা সবাই ভাল থাকবেন। আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। My you tube Channel
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
nice .