সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৭] :: Text এনিমেশন তৈরি করার দারুণ এক প্লাগইন্স

সহজে শিখুন ফ্লাশ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

GIF এনিমেশন তৈরিতে ব্যবহৃত একটি অসাধারন প্লাগ ইংস নাম তার SWiSH । এর মাধ্যমে খুব সহজে ওয়েবসাইটে ব্যবহার উপযোগী ফ্লাশ Text এনিমেশন তৈরি করা যায়। আজ আমরা SWiSH v2.0 প্লাগইন্স ব্যাবহার করে নিচের এনিমেশনটি তৈরি করব ।


প্রথমে এখান থেকে SWiSH v2.0 প্লাগইংস ডাউনলোড করে ইন্সটল করুণ।
তারপর চালু করুণ।

তারপর Insert Text বাটনে ক্লিক করুণ এনিমেশন লেখার জন্য।

তারপর বাংলা লেখার জন্য বাংলা ফন্ট এবং ইংরেজী লেখার জন্য ইংরেজী ফন্ট সিলেক্ট করে লেখার মধ্যে আপনার পছন্দ অনুযায়ী একটি কালার দিন।

এবার টেকটিউনস লেখাকে এনিমেশন দেবার পালা এনিমেশন দিতে হলে Add Effect বাটনে ক্লিক করুণ।

এবার সুন্দর একটি ইফেক্ট সিলেক্ট করুণ ।
এবার আমরা আরেকটি Text এনিমেশন নিব- নিতে একই নিয়মে Insert Text বাটনে ক্লিক করুণ। তারপর এনিমেশন এর মধ্যে ছবি দিতে হলে Insert Image বাটনে ক্লিক করুণ।

এভাবে আপনি সুন্দর সুন্দর Text এনিমেশন তৈরি করতে পারবেন। আবার আপনি চাইলে এই তৈরি করা এনিমেশন ফ্লাসে নিয়ে কাজ করতে পারবেন অতি সহজ ভাবে।
এবার আমার তৈরি করা এনিমেশন Save করতে File> Export বাটনে ক্লিক করে একটি নাম দিয়ে Save করে রাখুন।

ইচ্ছা করলে আপনি এই এনিমেশন এর মধ্যে Sound দিতে পারবেন।

মূল এনিমেশনটি দেখতে এখানে ক্লিক করুণ।

ইনশাআল্লাহ আগামী পর্ব এ কিভাবে ফ্লাশ এ Sound দিতে হয় এবং অন্যান্য ফ্লাশ এনিমেশন নিয়ে আলোচনা করব .
আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Hossain vai, How are you? Hope everything is going well with you. Thanks for shared a nice tune.

    @Ridwan Ahmad: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি @ ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে চালিয়ে যাব। ধন্যবাদ

Level 0

Thank you bhai for your tune.Nice and helpful tune.Plz continue.

আপনাকে অশেষ ধন্যবাদ নিয়মিত আমাদেরকে শিখিয়ে যাওয়ার জন্য।

    @ধূপছায়া: আপনাকেও অশেষ ধন্যবাদ- সবসময় পাশে থাকার জন্য ।

আপনি যত দিন tune করবেন আমি আপনার সাথে আছি । আপনার tune আমার খুব ভাল লাগে।
ধন্যবাদ…………………………।

    @Tech follower: আপনাদের উৎসাহ পেলে সামনে আরো বহুদূর যেতে পারব আশা করি @ ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

Assalamualaikum, kemon asen @হোছাইন vai. Softwere ta install korar por Reg: Key chasse. Please give me seriyal key.

Level 0

osadaron tune koren apne.SWiSH v2.0 প্লাগইন্স download korte parcina.plz link ta update dile upokrito hobo

কিভাবে এনিমেশন বানাতে হয় এ বিষয়ে টিউন করবেন…