হ্যালো ডিয়ার টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন আশা করি। আমি ভাল আছি। এটা আমার 80 তম টিউন। সকলকে 80তম টিউনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজকের এই টিউনে আপনারা ভিডিও এ্যডিট স্পকে কিছু ধারনা পাবেন। যার জন্য ভিডিও অ্যাডিট করার আগ্রহ বাড়বে।
বিশেষ করে যারা নতুন তাদের উপকারে আসবে। বন্ধুরা আমি Adobe After Effect Cs6 দিয়ে কাজ করি। আপনারা চাইলে Adobe After Effect এর যে কোন ভার্ষ দিয়ে এই রকম ভিডিও তৈরী করতে পারবেন। আমি অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি তৈরী করেছি। Adobe After Effect এর কাজ শিখতে পারলে মজার মজার ইফেক্ট সংযোজন করে অনেক ভয়ানক হরর ফানি ভিডিও তৈরী করতে পারবেন। ইচ্ছে থাকলে আপনিও হতে পারেন VFX গুরু।
আমাদের দেশের মুভিগুলোতে তেমন VFX এর ব্যবহার করে না। কার হাতে গোনা মাত্র কয়েক জন VFX এডিটর আছে বাংলাদেশে। আমার ইচ্ছা আমার মত আপনারা ও VFX এর কাজ শিখুন আর আমাদের দেশেই তৈরী করব ভয়ানক সব ভুতের ছবি। সরাসরি ভিডিওটি দেখে নিন নিজ থেকে। আশাকরি কিছু দিনের মধ্যেই Adobe After Effect cs6 এর উপার A 2 Z ভিডিও টিউটোরিয়াল দিব।
সবাই ভাল থাকবেন।
Facebook এর আমি
আমার নিউ ইউটিউব চ্যানেল।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।