কম দামের স্মার্টফোন আনছে এইচটিসি

স্মার্টফোন ভক্তদের জন্য বিশেষ করে এইচটিসি ভক্তদের জন্য সুখবর। তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি এবার কম দামের স্মার্টফোন তৈরির কথা ভাবছে। লাভের ধারায় ফিরতে এ পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এইচটিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তারা বেশি দামের স্মার্টফোন তৈরি করে আসছে। কিন্তু দাম বেশি হওয়ায় তাদের স্মার্টফোন বিক্রি হচ্ছে কম। পড়তে হচ্ছে লোকসানের মুখে। তাই আগামীতে কম দামের বা মানুষের হাতের নাগালে থাকে এমন দামের স্মার্টফোন বাজারে ছাড়বে এইচটিসি।

উল্লেখ্য, গত বছর স্মার্টফোনের বাজারে চীনের সাশ্রয়ী দামের স্মার্টফোনগুলোর কারণে স্যামসাং, অ্যাপল, এইচটিসির লাভ অনেক কমে গেছে।

এইচটিসির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শের ওয়াং এ প্রসঙ্গে জানিয়েছেন, গত বছর আমরা শুধু বেশি দামের স্মার্টফোনগুলোর দিকে নজর দিয়েছিলাম আর এটাই ছিল সমস্যা। আমরা বাজারে মাঝারি দামের স্মার্টফোনগুলোর কথা একেবারেই চিন্তা করিনি।

সকল মোবাইল এর কনফিগার এবং দাম জানতে আমার এই সাইট ঘুরে আস্তে পারেন click here
এইচটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর উন্নয়নশীল ও উন্নত দেশগুলোতে ১৫০ মার্কিন ডলার থেকে ৩০০ ডলারের মধ্যে স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করেছে এইচটিসি। এ ছাড়াও বেশি দামের অর্থাত্ ৬০০ মার্কিন ডলার দামের স্মার্টফোনও বিক্রি করবে এইচটিসি, কিন্তু একেবারেই কম দামের বাজারে যাবে না।
এ বছর এইচটিসির স্মার্টফোন নিয়ে বেশি বেশি প্রচারণাসহ বাজারে নিজেদের অবস্থান দখল করতে আরও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এইচটিসি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ বছর কম ও মাঝারি দামের স্মার্টফোনের বাজার দখল করতে এইচটিসির পাশাপাশি পরিকল্পনা নিয়েছে চীনের হুয়াউয়ে ও শাওমি। এছাড়া, নকিয়া-মাইক্রোসফটও কম দামের স্মার্টফোন বাজারে আনার কথা ভাবছে।

Level 2

আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi post pora valo laglo ~~~~thanks.

    Level 2

    @রাকিব আল আজাদ: aponak o thanks. karon amar 1st post ta 1 joner valo legeche

ধন্যবাদ https://sobujblog.com/