Samsung Galaxy S26! দামের খেলায় অ্যাপেলকে টেক্কা দিতে ডিজাইনে বিরাট কারসাজি!

নতুন স্মার্টফোন মানেই যেন একরাশ উত্তেজনা, আর সেই ফোন যদি হয় Samsung-এর Galaxy S সিরিজের মতো Flagship, তাহলে তো কথাই নেই! বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে Samsung তাদের পরবর্তী চমক Galaxy S26 নিয়ে কাজ করছে। কিন্তু ফোনটি লঞ্চ হওয়ার আগেই ডিজাইনে বড়সড় পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই বেশ হতাশ। কী সেই পরিবর্তন, কেন এই সিদ্ধান্ত, আর এর ফলস্বরূপ গ্রাহকদের কী কী অসুবিধা হতে পারে, চলুন সবকিছু বিস্তারিত জেনে নেওয়া যাক!

স্মার্টফোনের যুদ্ধ: Apple বনাম Samsung - Price-এর মারপ্যাঁচ ⚔️

Samsung Galaxy S26! দামের খেলায় অ্যাপেলকে টেক্কা দিতে ডিজাইনে বিরাট কারসাজি!

স্মার্টফোনের বাজারে টিকে থাকতে হলে Innovation-এর পাশাপাশি Price-এর দিকেও নজর রাখাটা খুবই জরুরি। Premium ফোন কেনার সময় একজন User যেমন চান অত্যাধুনিক Feature, তেমনই তার একটা বাজেটও থাকে। আর এই Price Factor-কে কেন্দ্র করেই Apple এবং Samsung-এর মধ্যে চলে এক অসম যুদ্ধ। একদিকে Apple তাদের Brand Value এবং Exclusive Ecosystem-এর উপর নির্ভর করে দাম নির্ধারণ করে, অন্যদিকে Samsung চেষ্টা করে Feature-এর সঙ্গে দামের একটা ভারসাম্য বজায় রাখতে।

কয়েকদিন আগে একটি Report-এ দাবি করা হয়েছে, Samsung তাদের আসন্ন Galaxy S26 ফোনের Dimensions পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে শোনা গিয়েছিল ফোনটির Thickness হবে ৬.৯mm, যা সত্যিই খুবই Slim এবং Attractive একটা ডিজাইন হতো। কিন্তু নতুন খবর অনুযায়ী, ফোনটির Thickness বেড়ে ৭.২৪mm করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন এত Slim একটা ডিজাইন থেকে সরে আসতে হলো Samsung-কে? আসলে এর পেছনে রয়েছে Apple-এর একটি চাল।

গুঞ্জন শোনা যাচ্ছে, Apple তাদের iPhone 17-এর Price US-এ $799-এ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, আগের মডেলের দামেই iPhone 17 বাজারে পাওয়া যাবে। Samsung চেয়েছিল তাদের S26-এর দামও যেন iPhone 17-এর কাছাকাছি থাকে, যাতে সরাসরি প্রতিযোগিতায় টিকে থাকা যায়। আর সেই কারণেই নাকি ফোনটিকে Slim করার পরিকল্পনা থেকে সরে এসে Thickness বাড়াতে হয়েছে।

Battery-র ক্ষমতা কমছে? Users-দের জন্য দুঃসংবাদ 😥

Samsung Galaxy S26! দামের খেলায় অ্যাপেলকে টেক্কা দিতে ডিজাইনে বিরাট কারসাজি!

শুধু Thickness নয়, Battery Capacity নিয়েও Samsung-কে কিছু Compromise করতে হয়েছে বলে শোনা যাচ্ছে। Samsung প্রথমে 4, 900 mAh-এর Battery Cell ব্যবহার করার পরিকল্পনা করেছিল, যা Galaxy S25-এর তুলনায় বেশ ভালো Upgrade হতো। কিন্তু Price নিয়ন্ত্রণে রাখার জন্য সেই পরিকল্পনা বাতিল করে Battery Capacity কমিয়ে 4, 300 mAh করতে হয়েছে। এর মানে দাঁড়ায়, Samsung হয়তো ভেবেছিল Apple তাদের iPhone 17-এর দাম বাড়ালে তারা শক্তিশালী Battery এবং Slim Body-সহ S26-কে একই দামে বাজারে ছাড়বে। কিন্তু Apple দাম না বাড়ানোর কারণে Samsung-কে তাদের Feature-এ কাটছাঁট করতে হলো।

বিষয়টা অনেকটা দাবা খেলার মতো। Samsung হয়তো ভেবেছিল Apple একটি চাল দিলে তারা অন্য একটি চাল দিয়ে বাজিমাত করবে। কিন্তু Apple তাদের পরিকল্পনা পরিবর্তন করায় Samsung-কে বাধ্য হয়ে ব্যাকফুটে যেতে হয়েছে।

যেহেতু Apple তাদের iPhone 17-এর Price বাড়ায়নি, তাই Samsung-ও S26-এর দাম S25-এর সমান রাখতে Upgrade-গুলো বাদ দিতে বাধ্য হয়েছে। Samsung কোনোভাবেই চায় না iPhone 17-এর সঙ্গে S26-এর দামের কোনো পার্থক্য থাকুক। এখন প্রশ্ন হলো, গ্রাহকরা কি এই Compromise মেনে নেবেন?

Galaxy S26+ ও S26 Ultra: কী চমক থাকছে Premium মডেলে? ✨

Samsung Galaxy S26! দামের খেলায় অ্যাপেলকে টেক্কা দিতে ডিজাইনে বিরাট কারসাজি!

তবে হতাশ হওয়ার কিছু নেই! শোনা যাচ্ছে, Galaxy S26+-এর Thickness এবং Battery Capacity আগের মডেলের মতোই থাকবে। এর মানে S26+ User-রা আগের মতোই Performance এবং Battery Life উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, Galaxy S26 Ultra-তে S25 Ultra-এর মতো 5, 000 mAh Battery দেওয়া হবে, তবে ফোনটির Shell 0.3mm Slim হবে। শুধু তাই নয়, S26 Ultra-তে আরও একটি আকর্ষণীয় Feature যোগ করা হচ্ছে: Samsung Display-এর "Flex Magic Pixel" Technology! এই Technology-র সাহায্যে User-রা কোনো Screen Protector ছাড়াই Privacy Screen Set করতে পারবেন। Public Place-এ ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য এই Featureটি খুবই উপযোগী হবে।

Samsung-এর ভবিষ্যৎ পরিকল্পনা: গ্রাহকদের মন জয় করতে পারবে তো? 🤔

Samsung Galaxy S26! দামের খেলায় অ্যাপেলকে টেক্কা দিতে ডিজাইনে বিরাট কারসাজি!

তাহলে বন্ধুরা, এই ছিল Samsung Galaxy S26-এর ডিজাইন পরিবর্তনের পেছনের Insider Story। Price-এর প্রতিযোগিতায় টিকে থাকতে Samsung শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, সেটাই এখন দেখার বিষয়। Apple-কে টেক্কা দিতে Samsung-এর এই Compromise কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে। আপনার কী মনে হয়, Samsung-এর এই Strategy কি গ্রাহকদের মন জয় করতে পারবে? টিউমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না! আর হ্যাঁ, এই টিউন-টি বন্ধুদের সাথে Share করতে ভুলবেন না। কারণ, Information is power!

সবাইকে ধন্যবাদ! ভালো থাকবেন। 😊

-

টেকটিউনস টেকবুম

Level 9

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1062 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস