
অফিসের কাজ, নিজের কাজ, বাসার বাজার, ঝগড়া, টেনশন, ভবিষ্যতের চিন্তা—সব মিলিয়ে আমাদের ব্রেইনটা 24/7 হ্যাং হয়ে থাকে। মনে হয়, মাথাটা খুলে একবার ফরম্যাট দিলে অনেক হালকা লাগতো!
আপনারও কি এমন মনে হয়? সব কিছু একসাথে মাথায় ঘুরতে থাকে—ফলে কাজ, ফোকাস আর মুড সব এলোমেলো হয়ে যায়?
সকালে ১০ মিনিট নোটে লিখে ফেলুন মাথায় যা আছে—ভালো, খারাপ, জরুরি, ফালতু—সব। এতে মাথা হালকা লাগবে।
Do it → ২ মিনিটের কাজ? এখনই করুন।
Delegate it → অন্যকে দিয়ে দিন।
Drop it → অপ্রয়োজনীয় হলে বাদ দিন।
ছোট ছোট সিদ্ধান্ত আগে থেকে ঠিক করুন—খাবার মেন্যু, পোশাক—এতে ব্রেইনের শক্তি বাঁচবে।
৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন, ৪ সেকেন্ড ছাড়ুন। এই টেকনিক ফোকাস ফিরিয়ে আনে।
লেখালেখি, আঁকা, গান শোনা—এগুলো মস্তিষ্কের চাপ কমায় আর মনকে রিফ্রেশ করে।
অপ্রয়োজনীয় অ্যাপ, ইমেইল, নোটিফিকেশন—সব ক্লিন করুন। যত গোছানো ফোন, তত পরিষ্কার মন।
👉 মাত্র কয়েক মিনিটের প্র্যাকটিসেই ব্রেইন হয়ে উঠবে ফ্রেশ, ফোকাসড আর এনার্জেটিক।
🔹 কোন টেকনিকটা আপনি প্রথমে ট্রাই করবেন?
🔹 আপনার কাছে সবচেয়ে কাজের হ্যাক কোনটা মনে হচ্ছে?
এই পোস্টটা শেয়ার করুন, যাতে অন্যরাও ব্রেইন হালকা করার সহজ উপায়গুলো জানতে পারে।
প্রতিদিন ১–২ টা টেকনিক রুটিনে নিন।
নিয়মিত প্র্যাকটিস করলে স্ট্রেস, ওভারথিংকিং, আর ব্রেইন হ্যাং সমস্যা অনেক কমে যাবে।
#MindsetMatters #StressFreeLife #MentalHealthTips #BrainDump #ProductivityHacks #FocusAndGrow #DeclutterYourMind #DigitalDetox #MindfulLiving #MotivationalPost #PersonalGrowth #DailyHabits #LifeChangingTips #BanglaMotivation #SelfImprovement
আমি Diya। Social Media marketing, Lum IT Hub, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।