
গ্রামিনফোন এর ২৫০ এম.বি + ২০০% বোনাস এর রহস্য এবং একটি নতুন অফার
=======================================================================================
আসলে আমি সবার প্রথবে http://www.techtunes.io তে একটি পোষ্ট দেখি গ্রামিনফোন এর ৯৯ টাকায় ২৫০ মেগাবাইট সাথে ২০০ % বোনাস । এটির আরো একটি সাব লিংক ছিল http://www.simbonus.com দুটোতেই দেখে গ্রামিনফোন এর অফিসিয়াল পেইজ এ যাই এবং সেখানে একই অফার দেখতে পাই তো যে চিন্তা সেই কাজ অফারটি পেতে ১১৫ টাকা রিচার্জ করে অফারটি নিই এবং তাতে স্পষ্ট লেখা ছিল ২ এবং ৭ তারিখের মাঝে দুটি ষ্টেপ ফলো করে অফারটি নিতে হবে এবং বোনাস আসবে ১৫ই অক্টোবর তথা আজকেরই দিন বোনাস তো পেলাম না রাত জাগা অভ্যাস আছে বার বার চেক করছি তো বোনাসের কোন খবর নেই সকালে ১১টার দিকে আমার আরেকটি ফোন থেকে ১২১ আইমিন হেল্পলাইনে ফোন দিলাম কোন ফেবার পেলাম না পরে আমার অফারের সিম টা থেকে ফোন দিলাম দিয়ে জানতে পারলাম অফারটি আসবে কবে আসবে একটি ছোট্ট রেকর্ডীং ফাইল শেয়ার করতে চাই ২টি অফার এবং গ্রামিন ফোন এর কিতিৃ স্পষ্ট হয়ে যাবে আপনারা যদি শোনেন। এছাড়া আরো একটি বিষয়ে জানতে পারলাম আমরা যারা ফ্রি নেট ইউজ করি তাদের দিন প্রায় খতিগ্রস্থ্য ৩ এমবি বা ৪এমবি ১মাস মেয়াদে যারা চালাই এবং আনলিমিটেড ডাউনলোড ব্রাউজিং করি তাহারা মাত্র ২০ মেগাবাইট করে ডাউনলোড বা ব্রাউজ করতে পারবো। খুবই আশখ্যা জনক ব্যাপার। এরা এটি করছে আগামি দিন থেকেই। অর্থাৎ ১৬ই অক্টোবর থেকে ।
ছোট্ট একটা ডাইরেক্ট ডাউনলোড লিংক : http://upfile.mobi/650655 অথবা এইখানে ক্লিক করুন
আশা করি কোন ভুল হলে খমা করবেন এবং এই বিষয়টি নিয়ে আগে কোন টিউন হলে সবার কাছে আমি খমা প্রার্থি।
আবার দেখা হতে ও পারে আবার নাও দেখা হতে পারে আমি বেচে থাকলে দেখা হবে ইনশাহ্আল্লাহ।
আমি ফেইসবুকে : Facebook.com/akashrahmantuhin

আমি মজার মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এই দা কি বললেন, আমরা জিপি রে বাশ দিতে চাই, এখন তো দেখি উল্টা জিপি আমাদের বাশ দেওয়ার সিস্টেম চালু করল, ফ্রী নেট আর ব্যবহার করা যাইব নাহ গেল ও ২০ এমবি :O